সাবেক রাষ্ট্রপ্রধানের সুযোগ-সুবিধা পাবেন না চেন

সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে সুযোগ-সুবিধা পাবেন না তাইওয়ানের সাবেক রাষ্ট্রপ্রধান চেন শুই বিয়ান। দুর্নীতির দায়ে ওই দেশের সর্বোচ্চ আদালত তাঁকে দণ্ডাদেশ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চেন এখন থেকে আর মাসিক ভাতা, বার্ষিক খরচ ও ১২ জন দেহরক্ষী পাবেন না।
তাইওয়ানের আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপ্রধান বছরে তিন লাখ ৬০ হাজার মার্কিন ডলার ভাতা পেয়ে থাকেন। প্রতি মাসে চিকিৎসা ভাতাও দেওয়া হয় তাঁকে। সাবেক রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য কমপক্ষে ১২ জন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়।
চেন শুই বিয়ান ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত তাইওয়ানের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ঘুষ নেওয়ার দুটি মামলার রায়ে সম্প্রতি তাঁকে ১১ ও ৮ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.