জেরুজালেমে তিন হাজার বাড়ি নির্মাণ করবে ইসরায়েল

ইসরায়েল জেরুজালেমে ইহুদিদের জন্য তিন হাজার বাড়ি নির্মাণের পরিকল্পনা করছে। বিক্রির জন্য এ বাড়িগুলো আগামী বছর তৈরি করা হবে। একজন পৌর কর্মকর্তাকে উদ্ধৃত করে ইসরায়েলের সাপ্তাহিক কুল হেয়ার এ কথা জানিয়েছে।
পত্রিকায় বলা হয়, জেরুজালেম পৌর কর্তৃপক্ষের নিযুক্ত প্রকৌশলী সোলেমো এস্কল তাদের জানিয়েছেন, সরকার জেরুজালেমে ৫০ হাজার বাড়ি নির্মাণের জন্য ১০ বছর মেয়াদি একটি দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবেই ওই বাড়িগুলো নির্মাণ করা হবে। এস্কল আরও জানান, এই তিন হাজার বাড়ি ২০১১ সালে মূলত পূর্ব জেরুজালেমের ইহুদি বাসিন্দাদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের মেয়র নির বারকাতের সঙ্গে ইসরায়েলের ৬১০টি আবাসন-প্রতিষ্ঠানের কর্মকর্তার বৈঠকের পর ওই পরিকল্পনার কথা ঘোষণা করা হয়।
পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে গণ্য করে থাকে। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল ছয় দিনব্যাপী যুদ্ধে ইসরায়েল জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম দখল করে নেয়।

No comments

Powered by Blogger.