পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন শুরু, ঋণ প্রদানে নিষেধাজ্ঞা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন আজ মঙ্গলবার ‘এ’ ক্যাটাগরিতে শুরু হয়েছে। তবে এই ফান্ডটির শেয়ার কেনায় প্রথম ৩০ কার্যদিবসের মধ্যে কোনো বিনিয়োগকারীকে ঋণ সুবিধা না দেওয়ার জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের প্রতি আহ্বান জানিয়েছে ডিএসই।
পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড জানিয়েছে, ১৪ অক্টোবর ফান্ডটির প্রতি ইউনিটের ১০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে চলতি বাজারমূল্যের ভিত্তিতে মোট সম্পদের মূল্য (এনএভি) ১০.৪৬ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ী ১০.১৩ টাকা। ওই হিসাব অনুযায়ী মোট সম্পদ ও দায় বিবেচনা করে বাজারমূল্য অনুযায়ী ফান্ডটির মোট সম্পদের দাম ২০৯,১৭,৯৪,৮৯৯.১৬ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ী ২০২,৬০,৪০,৪৮৬.৯৩ টাকা।

No comments

Powered by Blogger.