দেশে তৈরি চালকবিহীন বিমানের পরীক্ষা চালিয়েছে ভারত

ভারত প্রথমবারের মতো গত শনিবার দেশে তৈরি ‘রুস্তম’ নামের চালকবিহীন বিমানের পরীক্ষা চালিয়েছে। বিদেশ থেকে চালকবিহীন বিমানের আমদানি কমাতে ভারত এ ধরনের বিমান তৈরি করছে।
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার মুখপাত্র রবি কুমার গুপ্তা গত রোববার জানান, যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, বিমানটি আকাশে সেভাবেই উড্ডয়ন করেছে। এটি তিন হাজার ফুট ওপরে উঠেছিল এবং আকাশে এটি ৩০ মিনিট অবস্থান করে।
ভারতের সরকারি কর্মকর্তারা বলেন, রুস্তম আকাশে সর্বোচ্চ ১৫ ঘণ্টা উড়তে পারবে। তাঁরা আরও বলেন, এটি নমুনা হিসেবে তৈরি করা হয়েছে। সেনাবাহিনী এটির আরও অত্যাধুনিক মডেল তৈরি করবে।
উল্লেখ্য, ২০০৫ সালে ইসরায়েল ৫০টি চালকবিহীন গোয়েন্দা বিমান বিক্রির জন্য ভারতের সঙ্গে ২২ কোটি ডলারের একটি চুক্তি করে।

No comments

Powered by Blogger.