পাকিস্তানে আরামে আছেন লাদেন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন বেশ আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গোপন আস্তানায় বাস করছেন তিনি। আল-কায়েদার উপপ্রধান আইমান আল জাওয়াহিরির আস্তানার কাছে লাদেনের সেই আস্তানা। গতকাল সোমবার ন্যাটোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের ওয়েবসাইটে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে নয় বছর আগে চালানো ৯/১১ হামলার জন্য লাদেনকে হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। তাঁর মাথার দাম আড়াই কোটি ডলার ঘোষণা করেছে সে দেশের সরকার। খবরে বলা হয়, আফগান সীমান্তসংলগ্ন পাকিস্তানের পার্বত্য এলাকা উত্তর ওয়াজিরিস্তানে লাদেন লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকা আফগান, পাকিস্তানি ও আরব জঙ্গিদের নিরাপদ আস্তানা বলে পরিচিত। স্থানীয় লোকজন ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কিছু সদস্য লাদেনকে আগলে রেখেছেন বলে সিএনএন জানায়। আল-কায়েদার দ্বিতীয় প্রধান জাওয়াহিরি খুব কাছেই রয়েছেন লাদেনের। তবে তাঁরা একসঙ্গে থাকেন না। পাকিস্তানি কর্তৃপক্ষ অবশ্য লাদেনকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করেছে।

No comments

Powered by Blogger.