তিনটি প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

ড্যাফোডিল কম্পিউটার, অগনি সিস্টেমস লিমিটেড ও কাশেম ড্রাইসেলের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ড্যাফোডিল কম্পিউটার: ড্যাফোডিল কম্পিউটারের পরিচালনা পর্ষদ ৩০ জুন শেষ হওয়া বছরের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ২ ডিসেম্বর সকাল নয়টায় ডিআইইউ অডিটোরিয়াম, চতুর্থ তলা, ৪/২, প্রিন্স প্লাজা, সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৪ নভেম্বর।
অগনি সিস্টেমস লিমিটেড: অগনি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন শেষ হওয়া বছরের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউস নম্বর-১৯, রোড নম্বর-৭, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৮ অক্টোবর। এ ছাড়া গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৭৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ ১৩.৫৪ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্ল ১.৩০ টাকা ঘোষণা করেছে।
কাশেম ড্রাইসেল লিমিটেড: কাশেম ড্রাইসেল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন শেষ হওয়া বছরের জন্য ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর দুপুর ১২টায় প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি প্রাঙ্গণে গড়াই, টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৪ নভেম্বর। এছাড়া গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.০৯ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ৫১৯.০৪ টাকা ও প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্ল তিন টাকা ঘোষণা করেছে।

No comments

Powered by Blogger.