রাজনৈতিক আলোচনা- 'কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়' — অরুন্ধতী রায়

বুকারজয়ী ভারতের প্রখ্যাত লেখক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব অরুন্ধতী রায় বলেছেন,
‘কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়। এটা ঐতিহাসিক সত্য, যা ভারত সরকারও মেনে নিয়েছে।’

২৪শে অক্টোবর ২০১০ রোববার কাশ্মীরের একটি হোটেলে কোয়ালিশন অব সিভিল সোসাইটিজ আয়োজিত ‘কোথায় কাশ্মীর: স্বাধীনতা না দাসত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জনের পর থেকে ভারত একটি ঔপনিবেশিক শক্তিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন বুকার বিজয়ী এ লেখক।
প্রসঙ্গত, অরুন্ধতী রায় কদিন আগেও ভারতের সঙ্গে কাশ্মীরের যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

অরুন্ধতী রায় ও শাহ জিলানির বক্তব্যের নিন্দা, গ্রেপ্তারের দাবি বিজেপির

‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়’—বিখ্যাত লেখক অরুন্ধতী রায়ের এমন বক্তব্যে ভারতের আইনমন্ত্রী ভিরিপ্পা মইলি আজ মঙ্গলবার অরুন্ধতী রায় এবং কাশ্মীরের কট্টরপন্থী হুরিয়াত নেতা সৈয়দ আলী শাহ জিলানি উভয়ের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। অন্যদিকে তাঁদের দুজনেরই গ্রেপ্তার দাবি করেছে বিরোধী দল বিজেপি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে বলে জানা গেছে।
আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সেমিনারে তাঁদের বক্তব্যকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে আইনমন্ত্রী জানান, বাকস্বাধীনতার নামে এমন বক্তব্য দেওয়া উচিত নয়, যা মানুষের দেশপ্রেমের অনুভূতিতে আঘাত হানে। এ ব্যাপারে সরকার নীরব ভূমিকা পালন করছে—বিজেপির এমন অভিযোগের জবাবে তিনি জানান, ‘উস্কানি বৃদ্ধি করে এমন কোনো বক্তব্যের সঙ্গে রাজনীতি চলতে পারে না।’
উস্কানি দেওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আবেদন পেয়েছেন কিনা—জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি তিন দিন দেশের বাইরে ছিলাম। তবে এখনো এ ব্যাপারে কোনো নথিপত্র দেখিনি।’ পিটিআই 
========================
স্বপ্নকথা- 'আত্মবিশ্বাসী মানুষই সফল হয়' by —বেনজির ভুট্টো  আবিষ্কার খবর- আমাজনে নতুন নতুন প্রজাতির সাপ ব্যাঙ মাছ  খবর- পরমাণু চুল্লিতে জ্বালানি ভরা শুরু করেছে ইরান  কিশোর ফিচার- 'আকাশছোয়াঁ টাওয়ার ‘বুর্জ খলিফা’ by জ়ে হুসাইন  গল্প- 'ঘোস্ট হাউজ অপারেশন' by আব্দুল্লাহ আল নোমান  আলোচনা- 'মহানবীর (সা): আদর্শ জীবন' by অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান  ভ্রমণ- 'মাধবপুর লেক ভ্রমণে' by খালেদ আহমদ শিমুল  স্বাস্থ্য আলোচনা- 'সুস্থতার জন্য হাসি' by আবু হেনা আবিদ জাফর  বিজ্ঞান আলোচনা- 'মহাকাশের পড়শিরা' by মো: সাইফুল ইসলাম  বিজ্ঞান আলোচনা- 'পরিবেশবান্ধব হাইব্রিড কার' by সাকিব রায়হান  বিজ্ঞান আলোচনা- 'হারিয়ে যাবে দানব গ্রহ!' by সাকিব রায়হান  গল্প- 'ট্রেনের হুইসেল' by হামিদুল ইসলাম  আলোচনা- 'জীবজগতে বেঁচে থাকার কৌশল' by আরিফ হাসান  আলোচনা- 'মিনার : মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন' by শেখ মারুফ সৈকত


প্রথম আলোর সৌজন্যে

এই খবর'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.