ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ব্যাপারে সতর্কতা

মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত হচ্ছে ধোঁয়া
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপিতে যেকোনো মুহূর্তে অগ্ন্যুৎপাত শুরু হতে পারে।
গতকাল সোমবার আগ্নেয়গিরির আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। স্থানীয় ভাষায় মেরাপি নামের অর্থ ‘অগ্নি-পর্বত’।সরকারি কর্মকর্তারা জানান, আগ্নেয়গিরির ভেতরে অগ্ন্যুৎপাত ঘটানোর মতো কম্পন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। একই সঙ্গে ধোঁয়া ও লাভা উদ্গীরণের পরিমাণও বাড়ছে। রোববার পর্যন্ত অগ্ন্যুৎপাতজনিত পাঁচ শতাধিক ভূকম্পন রেকর্ড করা হয়।গতকাল স্থানীয় সময় ভোর ছয়টায় আগ্নেয়গিরিবিষয়ক সরকারি কার্যালয় সর্বোচ্চ সতর্কতা জারি করে। এতে আশঙ্কা করা হচ্ছে, শিগগিরই মাউন্ট মেরাপি থেকে লাভা উদ্গীরণ শুরু হতে পারে।আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সুরোনো জানান, আগ্নেয়গিরির গলিত লাভা জ্বালামুখ থেকে প্রায় এক কিলোমিটার নিচে অবস্থান করছে। ঘন ঘন ভূকম্পনজনিত বহির্মুখী শক্তির কারণে লাভা ক্রমে ওপরের দিকে উঠে আসছে। আগ্নেয়গিরিটির উচ্চতা দুই হাজার ৯১৪ মিটার। এর চতুর্দিকে ১০ কিলোমিটার এলাকাকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রায় ১৯ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় তিন হাজার বাসিন্দা অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে।

No comments

Powered by Blogger.