ফেইনুর্দের জালে ১০ গোল

হল্যান্ডের লিগ জিতেছে তারা ১৪ বার। উয়েফা কাপ, উয়েফা সুপার কাপ তো আছেই। ইউরোপ-সেরার মুকুটও পড়েছে ফেইনুর্দ। কিন্তু সেই সুদিন এখন আর নেই হল্যান্ডের ক্লাবটির। ১৯৭০ সালে জেতা ইউরোপিয়ান কাপটিতে ধুলোই জমে গেছে।
লিগে সবচেয়ে বেশি গোলে হারের রেকর্ডের পাতায়ও ধুলো জমে ছিল। ডাচ লিগে এ নিয়ে আবার ঘাঁটাঘাঁটি হলো পরশু। কারণ পিএসভি আইন্দহোফেনের কাছে এদিন ১০-০ গোলে হেরেছে ফেইনুর্দ, নিজেদের ইতিহাসে সবচেয়ে বড়। এত দিন ১৯৮৩ সালে আয়াক্সের কাছে ৮-২ গোলে হারাটাই ছিল তাদের সবচেয়ে বড় পরাজয়।
পিএসভির ইতিহাসে আবার এই জয়টি সবচেয়ে বড়। এর আগে দুবার মাত্র প্রতিপক্ষের জালে ১০ গোল দেওয়ার রেকর্ড ছিল তাদের। ১৯৭৩ সালে প্রতিপক্ষ ছিল ইগলস এবং ১৯৯৮ সালে প্রতিপক্ষ ছিল এফসি ভোলেনডাম।

No comments

Powered by Blogger.