বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠান অফিস-আদালত বন্ধ

তাইওয়ানে টাইফুন ফানাপি আঘাত হানার পর গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ ছিল। ঝড়ের প্রভাবে বন্যায় বাড়িঘর প্লাবিত হওয়ায় দুর্গত লোকজনকে গতকাল সরিয়ে নেওয়া হয়।
গত রোববার টাইফুনটি প্রচণ্ড বেগে তাইওয়ানের ওপর দিয়ে বয়ে যায়। এতে দেশটির পূর্ব উপকূলে ভূমিধসের ঘটনা ঘটে এবং দক্ষিণাঞ্চলে এক হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়।
গতকাল সকালে টাইফুনটি চীনের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যায়। হংকংয়ের অভ্যন্তর ভাগের দিকেও এটি এগিয়ে যাচ্ছে।
টেলিভিশনে দেখা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম নগর কাওসিউংয়ের বন্যাকবলিত লোকজনকে উভচর যানে করে উদ্ধার হচ্ছে। সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন এ উদ্ধার কাজে অংশ নেন।

No comments

Powered by Blogger.