দক্ষিণ আফ্রিকার সমস্যা নেই

পাকিস্তানের বিপক্ষে যেভাবে একের পর এক অভিযোগ উঠছে, তাতে এ দলটির বিপক্ষে খেলার অনুপ্রেরণা পাওয়া আসলেই কঠিন। এর সঙ্গে তাদের বিপক্ষে খেললে আবার বিতর্কে জড়ানোর ভয়ও আছে। এসব বিবেচনাতেই কয়েকজন ‘সিনিয়র’ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার নাকি পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এসব ক্রিকেটারের দাবিকে স্রেফ উড়িয়ে দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের ‘হোম’ সিরিজ খেলার কথা দক্ষিণ আফ্রিকার। সিএসএর নির্বাচক কমিটির আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন বলছেন, কোনো ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছেন বলে তাদের জানা নেই, ‘আমি কাউকে বলতে শুনিনি যে, সে খেলবে না। আমরা স্বাভাবিক নিয়মেই আগামী সপ্তাহে দল ঘোষণা করব।’
কিন্তু দল ঘোষণার পর সত্যিই যদি কোনো ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান? হাডসন বলছেন, তাঁদের হাসিমুখে বাদ দিয়েই দল গড়া হবে, ‘যদি কেউ খেলতে না চায়, তাহলে আমরা হাসিমুখেই তাকে বাদ দিয়ে দেব।’
সিনিয়র খেলোয়াড়দের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রিকইনফোকে বলেছেন, আইসিসি বললে তাঁদের খেলতে আপত্তি নেই, ‘সঠিক পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তানের বিপক্ষে খেলতে তো কোনো আপত্তি নেই। হ্যাঁ, আইসিসিকে এসব (দুর্নীতি) সমূলে উৎপাটিত করতে হবে। তবে আমি শুনিনি যে কেউ বলেছে, তারা সফরে যাবে না। আইসিসি বা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা যা বলে সেটা করতে আমার কোনো সমস্যা নেই।’

No comments

Powered by Blogger.