স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে আমদানি-রপ্তানিবিষয়ক কর্মশালা

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে সম্প্রতি আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলাদেশের সাম্প্রতিক আমদানি-রপ্তানি নীতিমালা’বিষয়ক এক কর্মশালা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট গ্রাহকেরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বাংলাদেশের সাম্প্রতিক আমদানি-রপ্তানি নীতিমালা ও নির্দেশনাসংক্রান্ত প্রয়োজনীয় সব খুঁটিনাটি বিষয়ে আলোকপাত করা হয়। সিসিআইঅ্যান্ডই, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ ও বাংলাদেশ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালাটি পরিচালনা করেন।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লিগ্যাল, কমপ্লায়েন্স ও অ্যাসুয়েরেন্স বিভাগের প্রধান চৌধুরী এম এ কিউ সারওয়ার এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান তানভীর হায়দার চৌধুরীসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

No comments

Powered by Blogger.