গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ নির্মাণের বিরোধিতায় রিড

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট নেতা হ্যারি রিড গ্রাউন্ড জিরো এলাকায় মসজিদ নির্মাণের বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া মতকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন সেখানে মসজিদ বানাতে দেওয়া ঠিক হবে না। তাঁর মতে, ওই জায়গার পরিবর্তে অন্য কোথাও মসজিদ নির্মাণ করা যেতে পারে। হ্যারি রিডের মুখপাত্র জিম ম্যানলি গত সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নেভাদার সিনেট নির্বাচনে রিডের প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী শ্যারন অ্যাঙ্গলও গ্রাউন্ড জিরোতে মসজিদ নির্মাণের বিপক্ষে বক্তব্য দিয়েছেন। বিশ্লেষকেরা মনে করছেন, নির্বাচনের আগে ভোটারদের মনোযোগ আকর্ষণ করার উদ্দেশে তাঁরা এ ইস্যুতে কড়া বক্তব্য রাখছেন।
রিডের মুখপাত্র জিম ম্যানলি বলেন, সিনেটর রিড সবার ধর্মকর্ম করার সাংবিধানিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশেই মসজিদ নির্মাণের পরিকল্পনাকে তিনি সমর্থন করেন না।
রিডের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী শ্যারন অ্যাঙ্গলও আরও এক ধাপ বাড়িয়ে বলেছেন, সেখানে মসজিদ নির্মাণের সমর্থনে কথা বলে প্রেসিডেন্ট ওবামা আমেরিকান জনগণের ইচ্ছাকে ‘অবজ্ঞা’ করেছেন।
গত শুক্রবার হোয়াইট হাউসে মুসলিম নেতাদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে ওবামা বলেন, গ্রাউন্ড জিরোতে মসজিদ বানানোর অধিকার মুসলমানদের রয়েছে।

No comments

Powered by Blogger.