রাশিয়ায় রুমানিয়ার কূটনীতিক আটক

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় গত সোমবার রুমানিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিককে আটক করা হয়েছে। দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গ্যাব্রিয়েল গ্রেকু নামের রুমানিয়ার ওই কূটনীতিক গত সোমবার রাশিয়ার সামরিক বাহিনীর গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় গোয়েন্দাসংশ্লিষ্ট যন্ত্রপাতিসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। তবে মস্কোয় রুমানিয়ার দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ধারণা করা হচ্ছে, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি গ্যাব্রিয়েল গ্রেকু ন্যাটোর সদস্য দেশ রুমানিয়ার পক্ষে গোয়েন্দাগিরি করতেন।
গত ফেব্রুয়ারিতে রুমানিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনায় রাশিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। স্নায়ুযুদ্ধের অবসানের পর দুই দশক ধরে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো গুপ্তচরবৃত্তির জন্য পরস্পরকে দোষারোপ করে আসছে।

No comments

Powered by Blogger.