ক্ষতিপূরণ তহবিলে অর্থ জমা দিয়েছে বিপি

মেক্সিকো উপসাগরে তেল বিপর্যয় তহবিলে গত সোমবার প্রথমবারের মতো অর্থ জমা দিয়েছে বিপি।
প্রাথমিকভাবে ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ কোটি ডলার জমা দিয়েছে বিপি। এই অর্থ থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
বিপির পরবর্তী সিইও বব ডাডলি এক বিবৃতিতে বলেন, তৃতীয় পক্ষের ব্যাংক হিসেবে অর্থ জমা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে—তেল নিঃসরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের এ সম্পর্কে আশ্বস্ত করা যে, ক্ষতিগ্রস্তদের দেওয়া প্রতিশ্রুতির প্রতি বিপি অঙ্গীকারবদ্ধ।
এদিকে, এ তহবিল তত্ত্বাবধান করার জন্য প্রখ্যাত আইনজীবী কেনেথ ফিনবার্গকে নিয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি নিষ্পত্তির ব্যবস্থাপনায় ছিলেন এই আইনজীবী।

No comments

Powered by Blogger.