দাবানল থেকে রুশ পরমাণু স্থাপনা রক্ষার চেষ্টা

দাবানল থেকে গুরুত্বপূর্ণ একটি পরমাণু স্থাপনা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুশ অগ্নিনির্বাপণকর্মীরা। এদিকে মস্কোয় দৈনিক মৃত্যুর হার গত বছরের একই সময়ের তুলনায় বেড়ে দ্বিগুণে দাঁড়িয়েছে।
দাবানল রাশিয়ার একটি প্রধান পরমাণু গবেষণাকেন্দ্রের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে।
আগুন নেভাতে গিয়ে একজন সেনাসদস্য মারা গেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভাসিলি পানচেনকভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, একটি জ্বলন্ত গাছ ওই সেনাসদস্যের ওপর ভেঙে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রায় দুই সপ্তাহ আগে দাবানলের সূত্রপাত হয়। দাবানলে এ পর্যন্ত ৫৩ জন মারা গেছে। আগুনে সেনাবাহিনীর একটি গুদাম ধ্বংস হয়ে গেছে। অগ্নিনির্বাপণকাজে অগ্রগতির দাবি করেছে কর্তৃপক্ষ।
জরুরি মন্ত্রণালয়ের ক্রাইসিস ইউনিটের প্রধান ভ্লাদিমির স্তেফানভ বলেন, দাবানলের কারণে যেসব অঞ্চলে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে জরুরি কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।
এদিকে মস্কোয় দৈনিক মৃত্যুর হার গত বছরের একই সময়ের তুলনায় বেড়ে দ্বিগুণে দাঁড়িয়েছে।
মস্কোর স্বাস্থ্য বিভাগের প্রধান আন্দ্রে সেলসোভস্কি মৃত্যুর হার বৃদ্ধির জন্য অপ্রত্যাশিত গরম এবং দম বন্ধ করা কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণকে দায়ী করেছেন।

No comments

Powered by Blogger.