এখনই বাঙালির নয় লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল বিক্রি করে দেওয়া হবে—ক্লাবটির মার্কিন মালিক টম হিকস ও জর্জ জিলেটের এই ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন। কে কিনবে দারুণ লাভজনক এই ক্লাবটির মালিকানা? ওয়েবসাইট।
চীন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত পর্যন্ত নানা জায়গার ব্যবসায়ীদের নাম শোনা যাচ্ছিল আলোচনায়। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর ছিল, ক্লাব কেনার জন্য আনুষ্ঠানিকভাবে কাগজপত্র জমা দিয়েছেন সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়। কিন্তু সাহারা গ্রুপের এক মুখপাত্র গতকাল জানালেন, আপাতত তাঁরা লিভারপুল কেনার লড়াই থেকে সরে আসছেন।
ভারতীয় ক্রিকেট ও হকি দলের পৃষ্ঠপোষক এবং নতুন আইপিএল দল পুনে ওয়ারিয়র্সের মালিক সাহারা পরিবারের মুখপাত্র অভিজিৎ সরকার বললেন, ‘গত কিছুদিন ধরেই আমরা লিভারপুল ফুটবল ক্লাব কেনার বিষয়টি বিবেচনা করছিলাম। কিন্তু সব পরিস্থিতি বিবেচনা করে আপাতত আমরা এ ব্যাপারে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়েছি।’
সাহারা পরিবার সরে গেলেও অবশ্য লিভারপুল কেনার লড়াইয়ের আরেক ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ঠিকই থেকে গেলেন।

No comments

Powered by Blogger.