আজ সাধারণ সূচক বেড়েছে ১০.১৭ পয়েন্ট

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ বুধবার সাধারণ সূচক ও মোট লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১০ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৬৭৩ পয়েন্টে। আজ মোট এক হাজার ৭২৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭১১ কোটি টাকা কম।
আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া মোট ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত আছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—তিতাস গ্যাস, সামিট পাওয়ার, বেক্সিমকো, বেক্সিমকো টেক্সটাইল ও লঙ্কাবাংলা ফিন্যান্স।
দাম বাড়ায় শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—ইস্টার্ন হাউজিং, আলফা টোবাকো, রহিমা ফুড, এইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফেডারেল ইনস্যুরেন্স।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো—ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাফকো স্পিনিং, কাশেম সিল্ক ও সমতা লেদার।

No comments

Powered by Blogger.