ক্যাসিয়াসের আগে

পরশু জোহানেসবার্গের শিরোপা-মঞ্চে বিশ্বকাপটা উঁচিয়ে ধরে ইকার ক্যাসিয়াস মনে করিয়ে দিলেন দিনো জফকেও। ইতালির এই অধিনায়ক ১৯৮২ সালে বিশ্বকাপ জিতেছিলেন। ক্যাসিয়াসের আগে গোলরক্ষক-অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতার কীর্তি ছিল তাঁরই। প্রথম কীর্তি অবশ্য ছিল আরেক ইতালিয়ান জিয়ানপিয়েরো কোম্বির। ১৯৩৪ বিশ্বকাপজয়ী দলটার গোলরক্ষক-অধিনায়ক ছিলেন তিনি। তবে দিনো জফের কীর্তিটাই বেশি আলোচিত। কারণ বিশ্বকাপ জিতেছিলেন ৪০ বছর বয়সে। যে কীর্তি হয়তো ভাঙবে না আর কোনো দিনই!

No comments

Powered by Blogger.