স্বপ্ন এবার অলিম্পিক

বর্ণবাদ, খুন, ছিনতাই, চুরি-ডাকাতি, এইডস—মোট কথা অন্ধকারাচ্ছন্ন দেশ হিসেবেই পরিচিতি ছিল দক্ষিণ আফ্রিকার। তার ওপর ভালো স্টেডিয়াম, অতিথিদের জন্য থাকা-খাওয়ার যথাযথ ব্যবস্থা—এ রকম অনেক বিষয়েই সীমাবদ্ধতা ছিল দেশটির। কিন্তু বিশ্বকাপের সফল আয়োজনের পর কট্টর সমালোচকেরাও বলতে বাধ্য হচ্ছেন, আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা সফল।
এই সাফল্যে দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাসের পারদ অনেক ওপরে ওঠে গেছে। প্রেসিডেন্ট জ্যাকব জুমার চোখে তাই এখন নতুন স্বপ্ন, ‘এবারের বিশ্বকাপ প্রমাণ করেছে, আমরা সফল আয়োজক। তাই ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের বিডে দক্ষিণ আফ্রিকার না থাকার কোনো কারণ দেখছি না

No comments

Powered by Blogger.