পলকে ইনিয়েস্তার অভিনন্দন

স্পেন কার সৌজন্যে বিশ্বকাপ জিতল? ভিয়ার পাঁচ গোল, মাঝমাঠে জাভি-ইনিয়েস্তার দারুণ পারফরম্যান্স, পোস্টের নিচে ক্যাসিয়াসের নির্ভরতা, রক্ষণে পুয়োল-পিকের দেয়াল—সব মিলিয়ে দলীয় পারফরম্যান্সেই ফাইনালে এল। আরও নির্দিষ্ট করে বললে, ফাইনালে ইনিয়েস্তার গোলেই তো শিরোপা জিতল স্পেন!
কিন্তু খোদ ইনিয়েস্তা বলছেন, স্পেনে এখন তাঁদের মতোই জনপ্রিয় নাকি ‘পল’। হ্যাঁ, সেই ‘মহান অক্টোপাস’। সেমিফাইনাল থেকেই জার্মানির এই অক্টোপাস স্পেনের পক্ষে ভবিষ্যদ্বাণী করছে। আর সেই অনুযায়ী জিতেও চলল স্পেন!
কৃতিত্বটা খেলোয়াড়দের, নাকি পলের—সে নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু স্প্যানিশদের তা নিয়ে বয়েই গেছে। দেশটাতে পল দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ফাইনালের আগেই স্প্যানিশ মন্ত্রী-আমলারা পর্যন্ত পলের বন্দনায় মেতেছিলেন।
ইনিয়েস্তা বলছেন, পলের গণনা সত্যি করে স্পেন বিশ্বকাপ জেতায় তাঁদের দেশে পলের জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। এই জনপ্রিয় গণককে তাই অভিনন্দন জানিয়ে দিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার, ‘অক্টোপাসটা এখন স্পেনে দারুণ জনপ্রিয় হতে যাচ্ছে।’

No comments

Powered by Blogger.