১০ কোটি মানুষের আবাসভূমি হতে যাচ্ছে চীনের হেনান প্রদেশ

চীনের হেনান প্রদেশের জনসংখ্যা চলতি মাসের শেষ দিকে ১০ কোটি ছাড়িয়ে যাবে। তখন এটিই হবে ১০ কোটি জনঅধ্যুষিত চীনের প্রথম প্রদেশ। গতকাল সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ কথা জানানো হয়।
চীনের কেন্দ্রস্থলে অবস্থিত জনবহুল প্রদেশ হেনানের বেশির ভাগ অঞ্চল গ্রামীণ। বর্তমান বিশ্বে অর্থনীতির ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে স্থান করে নিয়েছে চীন। এই সমৃদ্ধ অর্থনীতিতে বিশাল অবদান রাখছে হেনানের মানুষ।
চীনা বার্তা সংস্থা জানায়, পঞ্চাশের দশকে হেনান প্রদেশের জনসংখ্যা ছিল চার কোটি। নব্বইয়ের দশকে তা নয় কোটিতে পৌঁছায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ মাসেই প্রদেশের লোকসংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে।

No comments

Powered by Blogger.