জাপানে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন ডিপিজে

জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ কাউন্সিলর পরিষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী নাওতো কানের দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে)। এর ফলে দেশটিতে আইন পাসের ক্ষেত্রে ক্ষমতাসীনদের দারুণ সমস্যার মুখোমুখি হতে হবে। পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অবশ্য ডিপিজের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
পার্লামেন্টের ২৪২ আসনের কাউন্সিলর পরিষদে ডিপিজে ৪৪টি আসন পেয়েছে। গত রোববার ১২১টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠতা পেতে ডিপিজের ৬১টি আসনের প্রয়োজন ছিল। পার্লামেন্টের বিরোধী দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৫১টি আসনে জয়লাভ করেছে। ডিপিজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের অন্যতম শরীক পিপলস নিউ পার্টি কোনো আসনেই জিততে পারেনি।
প্রধানমন্ত্রী নাওতো কান গত ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাপানে এই প্রথম কোনো নির্বাচন হলো।

No comments

Powered by Blogger.