ইন্দোনেশিয়ায় শীর্ষ সন্ত্রাসী নূরদিনের গাড়িচালকের শাস্তি

ইন্দোনেশিয়ায় প্রয়াত শীর্ষ সন্ত্রাসী নূরদিন মোহাম্মদের গাড়িচালক আমির আবদিল্লাহকে (৩৪) আট বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন একটি আদালত। সন্ত্রাসে সহযোগিতা ও প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে গতকাল সোমবার এই দণ্ডাদেশ দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, মালয়েশীয় বংশোদ্ভূত ইসলামি জঙ্গি নেতা নূরদিন সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগে এবং ইন্দোনেশীয় প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোর গাড়িবহরে বোমা হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আমিরকে অভিযুক্ত করা হয়।
সরকারি কৌঁসুলিরা তাঁর ১০ বছরের কারাদণ্ডের চেষ্টা চালান। কিন্তু পুলিশকে সহযোগিতা ও কৃতকর্মের জন্য অনুশোচনা করায় তাঁর শাস্তি কম হয়।
গত বছরের জুলাই মাসে জাকার্তায় একটি বিলাসবহুল হোটেলে দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনার পর আমিরকে গ্রেপ্তার করা হয়। গত বছরের সেপ্টেম্বরে পুলিশের অভিযানে নূরদিন নিহত হন।

No comments

Powered by Blogger.