তাঁর সিটবেল্ট না বাঁধলেও চলে

সিটবেল্ট ছাড়াই তিনি গাড়ি চালাচ্ছিলেন। তবে এড়াতে পারেননি লোকচক্ষু। ঠিকই ধরা ধরেছেন। এবং...। কী ভাবছেন পাঠক, তাঁকে জরিমানা করা হয়েছে? মোটেই না। এমনকি কখনো করাও হবে না। কেন না তিনি আর কেউই নন। তিনি হলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
উইন্ডসরে পোলো খেলা দেখে জাগুয়ার গাড়িতে করে রাজপ্রাসাদে ফিরছিলেন রানি। ডেইলি মেইল-এর ক্যামেরায় দেখা গেছে, সিটবেল্ট না বেঁধেই তিনি গাড়ি চালাচ্ছেন।
অবশ্য জনসাধারণের ব্যবহূত কোনো রাস্তায় (পাবলিক রোড) গাড়ি চালাননি রানি। তবে চালালেও জরিমানা করা হতো না। কেন না, রানিকে দোষী সাব্যস্ত করার এখতিয়ার কোনো ব্রিটিশ আদালতের নেই। ব্রিটেনে সিটবেল্ট না বেঁধে গাড়ি চালানো অবশ্যই অপরাধ। তবে রানিকে এ অপরাধে অপরাধী করা যাবে না।
ব্রিটেনে রানিই হলেন একমাত্র ব্যক্তি, যিনি সিটবেল্ট না লাগিয়েও গাড়ি চালাতে পারেন। এমনকি তাঁর ক্ষেত্রে গাড়িতে নিবন্ধন প্লেট লাগানোরও কোনো বাধ্যবাধকতা নেই।
ব্রিটেনে সিটবেল্ট না বেঁধে গাড়ি চালালে ৬০ পাউন্ড জরিমানা করার বিধান রয়েছে। গত বছর এ জরিমানা ছিল ৩০ পাউন্ড। স্বরাষ্ট্র দপ্তর তখন বলেছিল, এ অপরাধের জন্য ৩০ পাউন্ড জরিমানা যথেষ্ট নয়।

No comments

Powered by Blogger.