অপহরণের ১২ বছর পর দুই পুলিশ কর্মকর্তা উদ্ধার

কলম্বিয়ায় অপহরণের ১২ বছর পর দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। সেনাসদস্যরা তাঁদের উদ্ধার করেন। বামপন্থী ফার্ক গেরিলারা তাদের আটক করে রেখেছিল। রোববার কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরাইব এ কথা জানান। খবর পিটিআইয়ের।
পূর্বাঞ্চলীয় কুইবদোতে ভাষণ দেওয়ার সময় ইউরাইব বলেন, দুই পুলিশ কর্মকর্তাই এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। তিনি জানান, কলম্বীয় সেনারা এখন গুয়াভিয়েরের জঙ্গলে গেরিলাদের বিরুদ্ধে লড়ছে।
কখন বা কীভাবে এই জিম্মিদের উদ্ধার করা হয়, এ ব্যাপারে ইউরাইব কিছুই জানাননি। তবে তিনি পুলিশের শীর্ষ কর্মকর্তা ওসকারো নারানজোকে ওই পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সুখবর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

No comments

Powered by Blogger.