আফ্রিদির চাওয়া

সাধারণ বিশ্বাসটা এমন যে, টি-টোয়েন্টি তরুণদেরই খেলা। কিন্তু জ্যাক ক্যালিস-শচীন টেন্ডুলকাররা প্রমাণ করে চলেছেন, বয়স কোনো ব্যাপার নয়। অভিজ্ঞতা দিয়েও টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়া যায়। এবার শহীদ আফ্রিদি তাঁর দলের সিনিয়রদের কাছে সেই দাবিই তুলে ধরলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখায় তাঁদের কাছ থেকেই মূল ভূমিকা আশা করছেন অধিনায়ক, ‘ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, মূল দায়িত্বটা সিনিয়র খেলোয়াড়দের। রাজ্জাক, মিসবাহ, মোহাম্মদ আসিফ, উমর গুল, কামরান আকমলের মতো সিনিয়র খেলোয়াড়দের ওয়েস্ট ইন্ডিজে তাদের সেরা খেলাটা খেলতে হবে। তারাই দলের তরুণ খেলোয়াড়দের উজ্জীবিত করে টুর্নামেন্টে ভালো ফল এনে দিতে পারে।’
ভালো ফলটা সমস্যা-জর্জরিত পাকিস্তান ক্রিকেট দলের জন্য জরুরি। জরুরি দেশটির সাধারণ মানুষের জন্যও। বোমা, গুলি আর সন্ত্রাসে কাঁপতে থাকা পাকিস্তানের মানুষের মুখে হাসি ফোটাতে বিশ্বকাপটা নিয়ে আসতে চান আফ্রিদি, ‘আমরা সবাই জানি, ক্রিকেট মাঠ থেকে পাকিস্তানের কিছু সুসংবাদ প্রয়োজন। বিশ্বকাপটা আরেকবার জিততে পারলে পাকিস্তানের কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারব। এ জন্যই আমি আমার সতীর্থদের অনুশীলনে এবং বিশ্বকাপে শতভাগ উজাড় করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। তারা সবাই একটি দল হয়ে খেলবে, এটাই আমি চাই।’

No comments

Powered by Blogger.