খাবার পানির সংকটে চীন

চীন গতকাল বুধবার জানিয়েছে, দেশটিতে শত বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক খরার কারণে দুই কোটি ৪০ লাখের বেশি লোক খাবার পানির সংকটে পড়েছে। খবর এএফপির।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বর্ষা মৌসুমের আগে এই অবস্থার উন্নতি হবে না। মে মাসের ২০ তারিখের পর বর্ষা মৌসুম শুরু হবে। অবিলম্বে খরার বিরূপ প্রভাব হ্রাস ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার পানি সরবরাহে কর্তৃপক্ষ ৬৩০ কোটি ইউয়ান সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে। সরকার দীর্ঘ সময়ের জন্য পানি সংরক্ষণে নতুন নতুন জলাধার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

No comments

Powered by Blogger.