আন্তজেলা ক্রিকেট

রংপুরে কায়সারের বোলিং নৈপুণ্যে (৫/১৭) আন্তজেলা ক্রিকেটে গাইবান্ধা জেলা দল (১৫৫/২) ৮ উইকেটে হারিয়েছে লালমনিরহাটকে (১৫৪)। অন্য ম্যাচে পাবনায় চাঁপাইনবাবগঞ্জ (১৫২/৪) ৬ উইকেটে বগুড়াকে (১৪৯), পিরোজপুরে পিরোজপুর (১৬৫/৫) ৫ উইকেটে ঝালকাঠিকে (১৬৩), হবিগঞ্জে হবিগঞ্জ (১০৬/২) ৮ উইকেটে সুনামগঞ্জকে (১০২), কুষ্টিয়ায় যশোর (১৬৭/৩) ৭ উইকেটে মাগুরাকে (১৬৪), কুমিল্লায় নোয়াখালী (১৭৮) ৭ রানে ফেনীকে (১৭১), ফরিদপুরে রাজবাড়ী (১৮৮) ১ রানে মাদারীপুরকে (১৮৭) ও জামালপুরে স্বাগতিক জামালপুর (২১৬/৯) ৮৩ রানে নরসিংদীকে (১৪৩/৯) হারিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে লি
কাল ঘোষিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দল। এই বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ব্রেট লি। ওয়েবসাইট।
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট, ডেভিড হাসি, মাইক হাসি, টিম পেইন, স্টিভেন স্মিথ, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ব্র্যাড হাডিন, ব্রেট লি, ডার্ক ন্যানেস, মিচেল জনসন, নাথান হরিজ ও শন টেইট

No comments

Powered by Blogger.