শেষ হলো দল ঘোষণা পর্ব

আগামী ৩০ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে জন্য শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দল ঘোষিত হয়েছে কাল। এএফপি।
শ্রীলঙ্কা: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মুত্তিয়া মুরালিধরন (সহ-অধিনায়ক), তিলকরত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সুরাজ রনদিভ, অজন্তা মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, চাণক্য ওয়েলাগেদারা, চামারা কাপুগেদারা, সনাত্ জয়াসুরিয়া ও চিন্তাকা জয়াসিংহে।
দক্ষিণ আফ্রিকা: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), জ্যাক ক্যালিস (সহ-অধিনায়ক), লাঞ্জিল বসম্যান, ইয়োহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, হার্শেল গিবস, ররি লিনভেল্ট, কার্ল ল্যাঙ্গেভেল্ট, অ্যালবি মরকেল, মরনে মরকেল, ডেল স্টেইন, হুয়ান থেরন, রোয়েলফ ফন ডার মারউই।
ইংল্যান্ড: পল কলিংউড (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, রবি বোপারা, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, ক্রেইগ কিসওয়েটার, মাইকেল লাম্ব, এউইন মরগান, কেভিন পিটারসেন, আজমল শেহজাদ, রায়ান সাইডবটম, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, লুক রাইট, মাইকেল ইয়ার্ডি।
নিউজিল্যান্ড: ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), শেন বন্ড, ইয়ান বাটলার, গ্যারেথ হপকিন্স, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, কাইল মিলস, রব নিকোল, জ্যাকব ওরাম, অ্যারন রেডমন্ড, জেসি রাইডার, টিম সাউদি, স্কট স্টাইরিস ও রস টেলর।

No comments

Powered by Blogger.