পুলিশের টহল দলে বিড়াল

চীনের চংকিং শহরের একটি থানায় এক বিড়ালকে অনানুষ্ঠানিকভাবে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিড়ালটি নিয়মিত পুলিশের টহল দলে দায়িত্ব পালন করবে ।
হুয়ালং নেটওয়ার্কের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কালো বিড়ালটি দিনের বেশির ভাগ সময় চীনের চংকিং শহরের শাপিংবা এলাকায় ওই থানায় কাটায়। পুলিশ কর্মকর্তারা যখনই কোনো টহল অভিযানে যায়, বিড়ালটি তাদের অনুসরণ করে। হুবহু পুলিশ কর্মকর্তাদের মতো করে চলাচল করায় লোকজন বিড়ালটিকে ‘অফিসার’ বলে সম্বোধন করে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, বিড়ালটি খুবই দ্রুতগতিসম্পন্ন। এটা গাছে চরতে ও ইঁদুর ধাওয়া করতে পারে। এটা খুবই ভালো দিক।
পুলিশের একজন মুখপাত্র জানান, কেউ বিড়ালটির মালিকানা দাবি না করায় পুলিশ কর্মকর্তারা তাকে লালন পালন করেন। তিনি বলেন, ‘তাঁরা (পুলিশ সদস্যরা) শান্ত চেহারা এবং ইঁদুর ধরার দক্ষতা থাকায় বিড়ালটিকে তাঁরা অনানুষ্ঠানিকভাবে পুলিশ কর্মকর্তা উপাধি দিয়েছেন।

No comments

Powered by Blogger.