সিআইএর সঙ্গে কাজ করছেন ইরানের পরমাণু বিজ্ঞানী

ইরানের একজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী স্বপক্ষ ত্যাগ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সঙ্গে কাজ করছেন। গত মঙ্গলবার এবিসি নিউজ এ কথা জানায়।
হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার পর ২০০৯ সালের জুনে নিখোঁজ হন ইরানের পরমাণু পদার্থবিদ শাহরাম আমিরি। এবিসি বলেছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এ স্বপক্ষ ত্যাগকে ‘গোয়েন্দা অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছেন।
গত ৭ অক্টোবর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মোত্তাকি অভিযোগ তোলেন, আমিরির নিখোঁজ হওয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত। মোত্তাকি ইঙ্গিত দেন, শাহরাম আমিরিকে সৌদি আরবে গ্রেপ্তার করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র এর সঙ্গে জড়িত।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকিকে উদ্ধৃত করে বলেছে, ‘শাহরাম আমিরিকে গ্রেপ্তারের জন্য সৌদি আরব দায়ী বলে আমরা মনে করছি। এ গ্রেপ্তারের সঙ্গে আমেরিকানরা জড়িত বলেও আমরা মনে করছি।

No comments

Powered by Blogger.