হেরেই চলেছে পাঞ্জাব

শাহরুখ খান মাঠে আসা প্রায় বাদই দিয়েছেন। এখন প্রীতি জিনতাও সেই পথ ধরতে পারেন। প্রবল উৎসাহ নিয়ে মাঠে এসে একের পর এক পরাজয় নিয়ে ফিরে যাওয়া—কাহাতক আর সহ্য হয়! কাল সাত ম্যাচে ষষ্ঠ পরাজয় কিংস ইলেভেন পাঞ্জাবের। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৪ উইকেটের এই পরাজয়ের পর কথা উঠেছে, নামের শুরুতে ‘কিং’টা পাঞ্জাব বাদ দিলেই ভালো!
তৃতীয়বারের মতো অধিনায়ক পাল্টাতে হলো প্রীতির দলকে। যুবরাজ সিং থেকে কুমার সাঙ্গাকারা। সাঙ্গাকারা এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় কাল দলের নেতৃত্ব দিলেন মাহেলা জয়াবর্ধনে। প্রথমে ব্যাট করে ১৬৩ রান তুলেছিল তারা। কিন্তু শিখর ধাওয়ানের ফিফটি, পোলার্ড-তিওয়ারির ‘ক্যামিও’ দুটো ইনিংস আর সাতে নেমে রাজগোপাল সতীশের ৯ বলে ১৭ রানের অপরাজিত ইনিংসে ৩ বল বাকি থাকতেই জিতে যায় মুম্বাই। দুর্দান্ত ফর্মে থাকা শচীন টেন্ডুলকার এদিন ১১ রান করে আউট হলেও তাঁর দল কিন্তু ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা মজবুত করল।

No comments

Powered by Blogger.