ফিলিপাইনে ৭ জঙ্গি নিহত

ফিলিপাইনের নৌ সেনারা গতকাল রোববার ভোরে দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত দ্বীপে জঙ্গিদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে সাত জঙ্গিকে হত্যা করেছে।
বন্দরনগরী জাম্বোয়াঙ্গায় অবস্থানরত সন্ত্রাস-বিরোধী যৌথ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রুস্তিকো গুয়েরিরো গতকাল জানান, লামিনুসা দ্বীপে সুলু গোষ্ঠীর বিরুদ্ধে আজ (গতকাল) ভোরে ওই অভিযান চালানো হয়। ওই সময় এক সেনাও সামান্য আহত হয়েছে। আবু বেনহুর নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে ওই অভিযান চালানো হয়। বেনহুর আবু সায়াফ গোষ্ঠীর সদস্য এবং তাদের সঙ্গে জেমাহ ইসলামিয়া গোষ্ঠীর সক্রিয় যোগাযোগ রয়েছে। আবু সায়াফ গোষ্ঠীর ৪০০ জঙ্গি রয়েছে। তারা প্রত্যন্ত অঞ্চলে সুলু গোষ্ঠী ও নিকটবর্তী অন্য দ্বীপগুলোতে অবস্থান করে থাকে। দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলাগুলোর জন্য এ গোষ্ঠীকে দায়ী করা হয়।

No comments

Powered by Blogger.