যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের দায় চীনের একার নয়: জিয়েচি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি টানাপোড়েন সৃষ্টি হওয়ায় দুই দেশের সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর দায় চীনের একার নয়।
গতকাল রোববার চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনের পাশাপাশি এক সংবাদ সম্মেলনে ইয়াং জিয়েচি এ কথা বলেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তিব্বত ও তাইওয়ানের বিষয়ে চীনের যে আগ্রহ, তাকে যুক্তরাষ্ট্রের অবশ্যই শ্রদ্ধা করা উচিত। আমি মনে করি, চীনের বড় ধরনের উদ্বেগের বিষয় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে যুক্তরাষ্ট্র বুঝতে পারে।’
এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে চীন ও যুক্তরাষ্ট্র ইন্টারনেট নিয়ন্ত্রণ আরোপ, বাণিজ্য বিরোধ, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠক ইত্যাদি বিষয় নিয়ে বাগিবতণ্ডায় লিপ্ত ছিল। আর এ কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে।
ইয়াং বলেন, চীন সবসময়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়েছে। নিজের কোনো গুরুত্বপূর্ণ নীতিতে অটল থাকার মানে কট্টর পন্থা অবলম্বন নয়।

No comments

Powered by Blogger.