নারী পরিচালিত বিমান

আন্তর্জাতিক নারী বর্ষকে সামনে রেখে আজ ৮ মার্চ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত একটি বিমান পাড়ি দেবে যুক্তরাষ্ট্রের জে এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশে। ওই বিমানের শুধু পাইলটই নারী থাকছেন না, উড্ডয়নের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীও থাকছেন নারী।
এই অভিনব উদ্যোগ নিয়েছে ন্যাশনাল এভিয়েশন কোম্পানি ইন্ডিয়া লিমিটেড (নাসিল)। নারীদের দ্বারা পরিচালিত এই বিমানটি মুম্বাই থেকে টানা ১৪ ঘণ্টা পাড়ি দিয়ে পৌঁছাবে যুক্তরাষ্ট্রে। বর্তমানে নাসিলের ১৩৬ জন নারী পাইলট রয়েছেন। তাঁরা নিয়মিত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চালিয়ে থাকেন।
ফ্লাইটের নেতৃত্বে থাকবেন ক্যাপ্টেন রেশমি মিরান্ডা ও ক্যাপ্টেন সুনিতা নারুলা। তাঁরা একটি বোয়িং ৭৭৭-২০০ বিমান উড়িয়েনিয়েযাবেন।
এছাড়া আরও কয়েকটি নারী-ক্রু পরিচালিত ফ্লাইট মুম্বাই থেকে রওনা দেবে। এগুলোর মধ্যেরয়েছেআইসি-৬৮৬, আইসি-১০৫ ও আইসি-১২৯ নম্বরের ফ্লাইট।

No comments

Powered by Blogger.