ব্ল্যাকওয়াটারের অসদাচরণের অভিযোগ পর্যালোচনার অঙ্গীকার করলেন গেটস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস আফগানিস্তানে মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানের অসদাচরণের অভিযোগ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিষয়টি পর্যালোচনা করে দেখবেন বলে অঙ্গীকার করেছেন। গত শুক্রবার পেন্টাগন এ কথা জানিয়েছে।
সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা কার্ল লেভিনের কাছ থেকে একটি চিঠি পাওয়ার পর রবার্ট গেটস এই অঙ্গীকার করেন। গত ফেব্রুয়ারির শেষ দিকে রবার্ট গেটসকে লেভিন একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি ওই মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানের অসদাচরণ সম্পর্কে অভিযোগ করে ওই প্রতিষ্ঠানের সঙ্গে ১০০ কোটি ডলারের একটি সম্ভাব্য চুক্তি করার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। বেসরকারি মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানটি আগে পরিচিত ছিল ‘ব্ল্যাকওয়াটার’ নামে। বর্তমানে প্রতিষ্ঠানটির নাম এক্সই।
২৫ ফেব্রুয়ারি লেখা ওই চিঠিটি গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়। চিঠিতে কার্ল লেভিন লেখেন, ‘মার্কিন প্রতিরক্ষা দপ্তর আফগানিস্তানের পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার মতো অত্যন্ত স্পর্শকাতর একটি কাজের জন্য এক্সইর সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। অথচ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইরাকে ব্যাপক অসদাচরণের অভিযোগ রয়েছে।’
লেভিনের কমিটি প্রমাণ পেয়েছে, চুক্তিটি সম্পাদনের জন্য ব্ল্যাকওয়াটার অন্য কোনো বিখ্যাত কোম্পানির নাম ব্যবহার করতে পারে। এ ছাড়া তারা অন্য প্রতারণার আশ্রয়ও নিতে পারে। লেভিন তাঁর চিঠিতে উল্লেখ করেন, ‘ব্ল্যাকওয়াটারের আচরণ গোলাগুলির মতো ঘটনার জন্ম দিতে পারে, যা আফগানিস্তানে আমাদের মিশনকে দুর্বল করে দিতে পারে।’
কোম্পানিটি বিচার বিভাগকে ভুল তথ্য দিয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারের কাছেও একটি চিঠি লিখেছেন লেভিন।

No comments

Powered by Blogger.