পৃথিবীতে ফিরেছে এনডেভর

মার্কিন নভোযান এনডেভর গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে অবতরণ করেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১৪ দিনের অভিযান শেষে ছয় নভোচারীকে নিয়ে ফিরে এসেছে নভোযানটি। গত ৮ ফেব্রুয়ারি যে স্থান থেকে আইএসএসের উদ্দেশে রওনা দিয়েছিল, সেখান থেকে তিন মাইল দূরে অবতরণ করে এনডেভর।
এই অভিযানে আইএসএসে একটি পর্যবেক্ষণ কক্ষসহ ট্রাংকুইলিটি মডিউল নিয়ে যায় এনডেভর। নভোচারীরা সফলভাবে মহাকাশ স্টেশনে পর্যবেক্ষণ কক্ষটি যুক্ত করেন। আইএসএসের কাজ পুরো শেষ করতে আরও চারটি অভিযানে যেতে হবে।
নভোযানটি অবতরণের পর অভিযান নিয়ন্ত্রণ কক্ষ থেকে রেডিওর সাহায্যে এনডেভরের কমান্ডার জর্জ জামকাকে অভিনন্দন জানানো হয়। জবাবে জামকা বলেন, ‘ফিরতে পেরে অনেক ভালো লাগছে। এটি খুবই সফল একটি অভিযান ছিল।’
এনডেভর অবতরণের সময় আবহাওয়া খারাপ ছিল। আকাশে মেঘ ছিল এবং বৃষ্টি পড়ছিল। তবে এনডেভরের অবতরণ পর্যবেক্ষণকারী নাসার ফ্লাইট ডিরেক্টর নর্ম নাইট বলেন, সফল অবতরণ হয়েছে।

No comments

Powered by Blogger.