চালকবিহীন বিমান

নতুন ধরনের মনুষ্যবিহীন অত্যাধুনিক বিমান ইসরায়েলি বিমান বাহিনীতে যুক্ত হয়েছে। ওই বিমান একটানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আকাশে অবস্থান করতে ও ইরানের মতো দূরবর্তী দেশে পৌঁছাতে সক্ষম।
সেনাবাহিনী একে ‘প্রযুক্তিগত সাফল্য’ হিসেবে উল্লেখ করেছে। বিমানটির নাম রাখা হয়েছে ‘ইটান’, হিব্রুতে যার অর্থ শক্তিশালী। বিমানটি ২৪ মিটার লম্বা। এর ওজন ৪ দশমিক ৫ টন।
দেশের বিমানবাহিনীর সহায়তায় বিমানটি তৈরি করেছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি। বিমানটি রাডার, ক্যামেরা ও হাইটেক ইলেকট্রনিক এবং মানচিত্র তৈরির যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। বিমানটি ১৩ হাজার মিটার উঁচুতে উড়তে এবং প্রায় এক টন ওজন বহনে সক্ষম।
বিমানবাহিনীর প্রধান জেনারেল ইদো নেহুস্তান বলেন, মনুষ্যবিহীন বিমানের উন্নয়নে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।

No comments

Powered by Blogger.