নাইজারে নতুন সংবিধান প্রবর্তনের অঙ্গীকার সামরিক জান্তার

নাইজারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী নেতারা দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে নতুন সংবিধান প্রবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। গত রোববার ১৫-জাতি আঞ্চলিক অর্থনৈতিক জোটের (ইসিওডব্লিউএএস) প্রধান মোহাম্মদ ইবনে চ্যামবাস জান্তা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান। এএফপি।
মোহাম্মদ বলেন, জান্তা নেতারা নতুন সংবিধান চালুর লক্ষ্যে আলোচনায় রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংশ্লিষ্ট করার ব্যাপারেও অঙ্গীকার করেছেন।
গত বৃহস্পতিবার এক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা নেতারা দেশের ক্ষমতা দখল করেছেন। অভ্যুত্থানকালে প্রেসিডেন্ট মামাদো তানজা ও তাঁর মন্ত্রীবর্গকেও আটক করা হয়।
মোহাম্মদ বলেন, ‘দেশে খুব দ্রুত স্বাভাবিক সাংবিধানিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার উপায় নিয়ে আমরা জান্তা সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। এ ব্যাপারে তাঁরা আমাদের যথাযথ নিশ্চয়তা দিয়েছেন এবং সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে সব কিছু করার অঙ্গীকার করেছেন।’
ইসিওডব্লিউএএস প্রধান আরও বলেন, ‘দেশের সব পক্ষের সঙ্গে উন্মুক্ত আলোচনা করে নতুন সংবিধান প্রণয়ন ও ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করা হবে।’

No comments

Powered by Blogger.