আবু সায়াফের নেতাকে হত্যা ওই চক্রের ওপর বড় আঘাত

ফিলিপাইনের সামরিক বাহিনী গতকাল সোমবার জানিয়েছে, তারা আবু সায়াফের কমান্ডারকে হত্যা করে আল-কায়েদার সঙ্গে যুক্ত ওই চক্রের ওপর একটি বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে।
সামরিক বাহিনী আরও জানায়, তারা গত রোববার জোলো দ্বীপের জঙ্গলে আবু সায়াফের ছয় সদস্যকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে আবু সায়াফের কমান্ডার আলবাদার পারাদ ছিলেন। এর আগে পারাদকে হত্যা করতে মার্কিন সরকার পুরস্কার ঘোষণা করেছিল।
দক্ষিণাঞ্চলীয় সামরিক বাহিনীর প্রধান লে. জেনারেল বেঞ্জামিন দলোর্ফিনো টেলিফোনে এএফপিকে বলেন, এটি আবু সায়াফের বিরুদ্ধে একটি বড় ধরনের আঘাত। কারণ তিনি তাঁদের সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

No comments

Powered by Blogger.