পাকিস্তানে তালেবানের আরও এক জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার

পাকিস্তানে আফগান তালেবানের আরও একজন জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মৌলভি কবির মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত শীর্ষ ১০ তালেবান নেতার একজন। তিনি আফগানিস্তানের নানগহর প্রদেশের গভর্নর ছিলেন। গত রোববার ফক্স নিউজের ওয়েবসাইটে এ খবর দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজ জানায়, পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নাও শেরা জেলা থেকে মৌলভি কবিরকে গ্রেপ্তার করেছে পাকিস্তানি পুলিশ। আফগানিস্তানে মার্কিন বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওই গ্রেপ্তারকে ‘গুরুত্বপূর্ণ আটক’ হিসেবে বর্ণনা করেছেন।
তালেবানের সেকেন্ড-ইন-কমান্ড মোল্লা বারাদার থেকে পাওয়া তথ্যের সাহায্যে মৌলভি কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। বারাদারের গ্রেপ্তারের পর তালেবানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেন, তালেবানের ওই ‘ছায়া গভর্নররা’ পাকিস্তানের সীমান্তবর্তী ও আদিবাসী অঞ্চল থেকে কর্মকাণ্ড চালাতেন।

No comments

Powered by Blogger.