মমতার সঙ্গে মতপার্থক্য মেটানোর পরামর্শ সোনিয়া গান্ধীর

ভারতের রেল বাজেট, সারের ভর্তুকি কমানোসহ বিভিন্ন বিষয়ে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার তথা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মতপার্থক্য দেখা দিয়েছে। তবে গতকাল সোমবার থেকে পার্লামেন্টে শুরু হওয়া ভারতের বাজেট অধিবেশন শেষ হওয়ার আগেই এ বিবাদ মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।
এর মধ্যে গত শনিবার কলকাতায় ফেরার কথা ছিল মমতার। কিন্তু তিনি তা পিছিয়ে দিয়ে ওই রাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের বাসভবনে যান। রেল বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনাও হয়। গতকাল কংগ্রেসের নেতারা বলছেন, মতপার্থক্য যা-ই হয়ে থাকুক, কংগ্রেস জোট ভাঙতে চায় না। সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল বলেন, ‘কলকাতায় পৌর নির্বাচন আসছে। আরও ৮১টি পৌরসভায় নির্বাচনও আছে। এখন সিপিএমের বিরুদ্ধে আমাদের হাতে হাত মিলিয়ে নামতে হবে। সুতরাং মমতা-কংগ্রেসের সম্পর্ক আমরা নষ্ট করতে দেব না।’
গতকাল থেকে শুরু হওয়া অধিবেশনে বিজেপি ও বাম দলগুলো একযোগে কংগ্রেসের বিরোধিতার লক্ষ্যে তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে কংগ্রেসের দলনেতা হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের ও সংসদীয় মন্ত্রী পবন বনশাল চেষ্টা করছেন, যাতে শরিক দলগুলো কোনোভাবেই কংগ্রেসকে সংসদ চলার সময় চাপ না দেয়। তাই ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, এনসিপি, ডিএমকের নেতাদের সঙ্গে কংগ্রেসের নেতাদের কথাবার্তা শুরু হয়েছে।
গত রোববার তৃণমূল্যের মুখ্যসচেতক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পবন বনশাল এবং অন্য নেতাদের এক দফা আলোচনাও হয়েছে। কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্গভি বলেন, ‘মূল্যবৃদ্ধি নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারকে দায়িত্ব নিয়ে তার সমাধান করতে হবে। এ ব্যাপারে শরিকদের অসন্তোষ থাকতে পারে। কংগ্রেসও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। তবে আমরা আশা করি, ইউপিএ সরকার এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে চিন্তিত কংগ্রেস নেতৃত্ব।’

No comments

Powered by Blogger.