কাশ্মীরে তুষারঝড়ে ১৩ ভারতীয় সেনার মৃত্যু

কাশ্মীরে শীতকালীন সেনা মহড়ার সময় তুষার ঝড়ের কবলে পড়ে একজন সেনা কর্মকর্তাসহ অন্তত ১৩ সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বরফের নিচে আরও সেনা আটকা পড়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র জি এস ব্রার।
ব্রার জানান, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে খেলেনমার্গ পর্বতচূড়ায় এ মহড়া চলছে। গতকাল সোমবার হঠাত্ তুষারঝড় শুরু হয়। এতে সেনাসদস্যদের থাকার তাঁবু তুষারে ঢেকে যায়। তুষারের স্তূপ থেকে গতকাল ৭০ জনকে জীবিত উদ্ধার করা হলেও অনেকে এখনো নিখোঁজ। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট রয়েছেন। তাঁর নাম প্রতীক। আহতদের গুলমার্গের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments

Powered by Blogger.