২০ হাজার অভিবাসন আবেদন বাতিল করেছে অস্ট্রেলিয়া

যাপক যাচাই-বাছাইয়ের পর গতকাল সোমবার ২০ হাজার অভিবাসন আবেদন বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। রন্ধন ও কেশবিন্যাসের মতো কোর্সে ভর্তির মাধ্যমে বিদেশি ছাত্রদের স্থায়ী অভিবাসন বন্ধের লক্ষ্যে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশটির অভিবাসনমন্ত্রী ক্রিস ইভান্স বলেন, উচ্চতর দক্ষতাসম্পন্ন অভিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অস্ট্রেলিয়ায় ভারতীয় জনসংখ্যা বৃদ্ধি এবং ভারতীয় ছাত্রদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনার পর ওই পদক্ষেপ নেওয়া হলো।
অভিবাসনমন্ত্রী বলেন, ২০ হাজার বিদেশি আবেদনকারীর প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন ডলার ফি ফেরত দেওয়া হবে। নতুন আইনে ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। এ ছাড়া নতুন অভিবাসন আইনে ‘সবচেয়ে ভালো ও সম্ভাবনাময়’ অভিবাসন প্রত্যাশীদের লক্ষ করা হয়েছে।
সরকারের ওই পদক্ষেপের ফলে চাপের মুখে পড়তে পারে অস্ট্রেলিয়ার শিক্ষা খাত। সফলভাবে এশিয়ার ছাত্রদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার চতুর্থ বৃহত্তম খাতে পরিণত হয়েছে শিক্ষা খাত।
সম্প্রতি অভিবাসন এজেন্টগুলোর বিরুদ্ধে ভিসা জালিয়াতিসহ বিস্তর অভিযোগ ওঠে। নানা অনিয়মের অভিযোগে গত বছর বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

No comments

Powered by Blogger.