যুক্তরাষ্ট্রে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৫

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের মিডলটাউনে নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রে গত রোববার বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মিডলটাউনের মেয়র এ কথা জানান।
অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তারা জানান, ক্লিন এনার্জি সিস্টেমস এলএলসির এই বিদ্যুৎকেন্দ্রের প্রায় ৯৫ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। রোববার সেখানে পরীক্ষা চালানোর সময় গ্যাসলাইন ফুটো হয়ে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন ধরে যায়।
মিডলটাউনের মেয়র সেবাসটিয়াল জিউলিয়ানো এক সংবাদ সম্মেলনে বলেন, বিস্ফোরণের সময় সেখানে প্রায় ২০০ জন কর্মী ছিলেন। ঠিকাদারেরা কর্মীদের তালিকা না দেওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা বলা সম্ভব হবে না। উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে এই বিস্ফোরণের পর আগুনের শিখা দেখা যায় এবং কালো ধোঁয়া দেখা যায়।
অনেকে বলেছে, বিস্ফোরণে অনেক ভবনের জানালা উড়ে যায় এবং প্রায় ৪৮ কিলোমিটার দূরে ইস্ট হ্যাভেনেও বিস্ফোরণজনিত কম্পন অনুভূত হয়।
দুর্ঘটনার পর পরই বিভিন্ন স্থান থেকে অ্যাম্বুলেন্স ও কয়েকটি হেলিকপ্টার ঘটনাস্থলে ছুটে যায়। আহত ব্যক্তিদের অনেককে মিডলটাউনের কাচে মিডলসেক্স হাসপাতালে ভর্তি করা হছে।

No comments

Powered by Blogger.