আফগানিস্তানের কাছে হেরে গেল আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দিনটি ছিল অঘটনের। ফেবারিট আয়ারল্যান্ডকে ১৩ রানে হারিয়ে দিয়েছে আফগানিস্তান, স্কটল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্র জিতেছে ৬ উইকেটে, আর সংযুক্ত আরব আমিরাতের কাছে কেনিয়া হেরেছে ১৫ রানে।
যুক্তরাষ্ট্র আর আরব আমিরাত তবু বেশ কয়েক বছর ধরে ক্রিকেট খেলে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ক্রিকেটে একেবারেই নতুন। আর এসেই তারা ভর করেছে আইরিশদের ঘাড়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে সম্প্রতি এটি আফগানিস্তানের তৃতীয় জয়। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে ৫০ ওভারের ম্যাচে জয় পেয়েছে তারা। এর পর আইসিসি ইন্টার কন্টিনেন্টাল কাপে জিতেছে চার দিনের প্রথম শ্রেণীর ম্যাচে। এবার জেতা হয়ে গেল টি-টোয়েন্টিতেও। আফগানিস্তানের পাকিস্তানি কোচ কবির খান দলের এই সাফল্যে ভীষণই খুশি, ‘আয়ারল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে জেতা দারুণ ব্যাপার। আমরা যে খুব দ্রুত শিখছি, সেটাই প্রমাণিত হলো এতে।

No comments

Powered by Blogger.