বসরায় ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হচ্ছে

ইরাকে মার্চে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বসরা নগরে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হচ্ছে। নির্বাচনের আগে সম্ভাব্য হামলা ঠেকাতে বসরার রাস্তাঘাটে ভিক্ষুক নিষিদ্ধ করা হবে। রয়টার্স অনলাইন।
২০০৮ সালে শিয়া বিদ্রোহীদের কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে অন্য শহরগুলোর মতো বসরায় নিরাপত্তাব্যবস্থারও উন্নতি হয়েছে। তবে ৭ মার্চের নির্বাচনের আগে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাদেশিক পরিষদের নিরাপত্তা কমিটির প্রধান আলী গনিম আল মালিকি বলেন, বেশ কয়েকটি কারণে রাস্তাঘাটে ভিক্ষুক নিষিদ্ধ করা হচ্ছে। ভিক্ষাবৃত্তি সভ্য কাজ নয় এবং অবৈধ অনুপ্রবেশকারীরা ভিক্ষুকদের হামলার কাজে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এতে করে বসরায় সামাজিক জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
মালিকি আরও বলেন, সুযোগসন্ধানী মানুষ বসরায় লোকজনদের কাজে লাগিয়ে রাস্তার পাশে বোমা পুঁতে রাখা বা এ ধরনের অন্য কোনো পরিকল্পনা করতে পারে। কেননা, বোরকা পরা থাকায় এরা পুরুষ না নারী, তা কেউ শনাক্ত করতে পারে না।

No comments

Powered by Blogger.