নাইজেরিয়ায় অস্থায়ী প্রেসিডেন্ট নিয়োগ

নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। অসুস্থ প্রেসিডেন্টের অনুপস্থিতিতে কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার পর এ পদক্ষেপ নেওয়া হলো।
জাতীয় পরিষদ তাঁর মনোনয়ন অনুমোদন করেছে। গত নভেম্বরে চিকিত্সার জন্য সৌদি আরব যাওয়ার পর থেকে প্রেসিডেন্ট উমারু ইয়ার’আদুয়াকে আর জনসম্মুখে দেখা যায়নি।
প্রেসিডেন্টের অব্যাহত অনুপস্থিতিতে নানা সংকটের সৃষ্টি হয়। মন্ত্রিসভা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।
প্রেসিডেন্ট ইয়ার’আদুয়ার অনুপস্থিতিতে সরকারি কর্মকাণ্ডে স্থবিরতার সৃষ্টি হয়। তেলসমৃদ্ধ নাইজার ডেল্টায় অস্থিতিশীলতা মোকাবিলায় সরকারি প্রচেষ্টার অগ্রগতি হুমকির মুখে পড়ে।
গত মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে গুডলাক জোনাথন বলেন, ‘আমার ওপর যে বিশ্বাস স্থাপন করা হয়েছে, সে সম্পর্কে আমি পুরোপুরি সচেতন। আমি সব নাইজেরীয়কে আশ্বস্ত করতে চাই, এটা একটা পবিত্র দায়িত্ব। সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি সে দায়িত্ব পালন করব।

No comments

Powered by Blogger.