ভারতে শীতে ১২৫ জনের মৃত্যু

ইরান বিবিসি, হিউম্যান রাইটস ওয়াচসহ ৬০টি আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের সঙ্গে সে দেশের নাগরিকদের সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করেছে। প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে বিরোধীদের বিক্ষোভে এসব সংস্থা ও গণমাধ্যমের সংশ্লিষ্টতা থাকার অভিযোগে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। সোমবার দেশটির সরকারি গণমাধ্যমে এ কথা জানানো হয়।
পররাষ্ট্র বিভাগের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দাবিষয়ক উপমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক এই ৬০টি প্রতিষ্ঠান ইরানে নির্বাচনোত্তর সহিংসতা উসকে দিতে ভূমিকা রেখেছে। দেশটির ইসলামি সরকারকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমা দেশগুলোর অপচেষ্টার সঙ্গে এসব প্রতিষ্ঠান জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন, কালো তালিকাভুক্ত এই সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাঁর দেশের নাগরিকদের যেকোনো যোগাযোগ অপরাধ বলে বিবেচিত হবে। খবর এএফপি ও প্রেস টিভি ডটকমের।
ওই কালো তালিকায় আরও রয়েছে মার্কিন রেডিও ভয়েস অব আমেরিকা, ইসরায়েলি বেতার এবং নিষিদ্ধঘোষিত পিপলস মুজাহেদিন, ব্রুকিংস ইনস্টিটিউশন, মার্কিন জনহিতৈষী জর্জ সরোসের ওপেন সোসাইটি ইনস্টিটিউট ও ওয়াশিংটনভিত্তিক ন্যাশনাল এনডোওমেন্ট ফর ডেমোক্রেসি।

No comments

Powered by Blogger.